বন্দুক-বোমা দিয়ে মানুষের জীবন কেড়ে নেওয়ায় তাদের পেশা! সেই পেশাই এবার বুমেরাং হয়ে আঘাত হানলো। মানুষ মারার জন্য যে বোমা তারা ৮ সিরিয়ান জঙ্গি, হাসির ছলে সেই বোমায় পৃথিবী থেকে বিদায় নিলেন তারা। সম্প্রতি এমনই একটি ভিভিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এতে দেখা যাচ্ছে, ৮ জন সিরিয়ান জঙ্গি একটি ঘরে বসে কথাবার্তা বলছে। তাদের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা ও বন্দুক। এরই এক পর্যায়ে মোবাইলে একটি সেলফি তুলতে উদ্যোগী হয় তারা। কিন্তু মোবাইলের বোতাম টিপতেই ঘটে বোমার বিস্ফোরণ।
ধারণা করা হচ্ছে, বোমা বিস্ফোরণের জন্য জঙ্গিরা অনেক সময় রিমোট কন্ট্রোল হিসেবে মোবাইল ব্যবহার করে। এক্ষেত্রেও হয়তো সেটাই ঠিক করা ছিল। আর তারই ফল ভুগতে হল ওই ঘরে উপস্থিত জঙ্গিদের।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব