সেলফি তোলার হিড়িক বেড়েই যাচ্ছে! প্রতিদিন কত মানুষ কত জায়গায় মারা যাচ্ছেন শুধু সেলফি তুলতে গিয়েই। অথচ সাধারণ মানুষের কথা ছেড়েই দিন, নিজেদের সেলফি তোলার লোভ সামলাতে পারছেন না সেলিব্রেটিরাও। বরং সেলফি সরবরাহ করার জন্যই যেন তারা দিনকে দিন আরও বেশি সেলিব্রেটি হয়ে উঠছেন। তিনি না অভিনেত্রী না গায়িকা, তা সত্বেও এই বিশ্বে তার কোটি কোটি ভক্ত। তারও একটা কারণ এই সেলফিই। হ্যাঁ, কিম কার্দিশিয়ানের কথাই বলা হচ্ছে।
গত মাসে মেক্সিকো গিয়েছিলেন কিম। সেখানে তার চার দিনের সফরে মোট কত সেলফি তুলেছেন কিম তা আন্দাজও করতে পারবেন না। চার দিনে মোট ৬০০০ সেলফি তুলেছেন কিম! তার মানে, প্রতিদিন তিনি গড়ে দেড় হাজার করে সেলফি তুলেছেন! এতে আপনি আমি যতই অবাক হই না কেন, স্বয়ং কিম কিন্তু মোটেই অবাক নন। বরং বেশ গর্বের স্বরেই বলছেন যে, তিনি ছবি তুলতে ভালোবাসেন খুব। আর সেটা ভক্তদের সঙ্গে শেয়ার করতেও পছন্দ করেন!
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৬/হিমেল