মিউজিয়াম মানেই আমরা জানি পুরনো জিনিস সংরক্ষণের জায়গা। যা দেখতে সবাই ভিড় জমায়। কিন্তু আইসক্রিমের মিউজিয়াম! এ আবার হয় নাকি। হ্যাঁ হয়, এরকমই একটি আইসক্রিমের মিউজিয়াম সম্প্রতি তৈরি হয়েছে নিউইয়র্কে। নাম পপ-আপ মিউজিয়াম।
মিউজিয়ামটি চালু করার এক মাসের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানা গেছে। তাই বলে, চিন্তা করার কিছু নেই। মিউজিয়ামের ভেতরে কী আছে তার আভাস আপনাদের সামনে তুলে ধরছি।
এই মিউজিয়াম আপনাদের মনে করিয়ে দেবে ছোটবেলায় গরমের দিনে আইসক্রিম খাওয়ার স্মৃতি। এখানে যারা বেড়াতে আসবে তারা বেলুনের আইসক্রিম খেতে পারবে। এখানে আরও একটি বিশেষত্ব হল এখানে একটা জায়গায় আইসক্রিমে যে চকোলেট ব্যবহার করা হয় তার সুইমিং পুল রয়েছে। সেখানে মিউজিয়ামে আসা দর্শকরা হেসে-খেলে সেই চকোলেট খেতে পারবেন। শিশুদের জন্য তো এই মিউজিয়ামটি আদর্শ।
এখানে রয়েছে আরও আকর্ষণ তা হল চকোলেট ফাউন্টেন। তাছাড়া ডিজিটাল প্রজেকশানেরও ব্যবস্থাও রয়েছে ওই মিউজিয়ামে। সেই প্রজেকশানের মাধ্যমে দেখানো হচ্ছে দেওয়াল দিয়ে চকোলেট উপচে পরছে। শুধু তাই নয় আইসক্রিম কোণেরও সুব্যবস্থা করা আছে যেখানে দর্শকরা এসে ফ্রিতে আইসক্রিমও খেতে পারবেন।
জানা গেছে,এই মিউজিয়ামটির ডিজাইন করেছে ৩২ জন আর্টিস্ট। এ ব্যাপারে একজন দর্শনার্থী বলেন, এখানে এসে মনে হচ্ছে যেন কোন চকোলেট কারখানায় চলে এসেছি।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-১০