চাঁদের জমি বিক্রি করে আলোচনায় এসেছেন ডেনিস হোপ নামের এক ব্যক্তি। ৬৬ বছর বয়সী হোপ আগে গাড়ি বিক্রেতা হিসেবে কাজ করেছেন। ২০০৪ সাল থেকে তিনি গোটা চাঁদকেই নিজের সম্পত্তি বলে দাবি করে আসছেন। অনলাইনের মাধ্যমে চাঁদের জমিও বিক্রি করছেন। তবে অনেকে হোপের এসব কর্মকাণ্ডকে নিছক পাগলামি বলে উড়িয়ে দিয়েছেন।
হোপ যে এসবে দমার পাত্র নন, তা তার আচরণে স্পষ্ট। দীর্ঘদিন ধরে চাঁদের জমির দখলদারি নিয়ে নানা জায়গায় মামলা করেছেন তিনি। হোপের দাবি, চাঁদের আসল মালিকানার দলিল তার কাছেই আছে। তবে সেই দলিল কে তৈরি করল, সেটার জানাতে নারাজ তিনি।
হোপের দাবি, জাতিসংঘ চাঁদকে কোনও রাষ্ট্রের দখল দিতে অস্বীকার করেছে। কিন্তু কোনও ব্যক্তির দখলদারিতে বাধা দেয়নি! এছাড়া পৃথিবীর বুকে যদি মালিকানা প্রতিষ্ঠা করা যায়, তাহলে চাঁদের মালিকানা দাবি করাও নাকি অযৌক্তিক নয়! গোটা চাঁদের সব জায়গার ম্যাপ নাকি তার কাছে রয়েছে। আর সেটা নিয়েই হোপ নেমে পড়েছেন চাঁদের জমি বিক্রি করতে।
অনলাইনে এক একর প্রতি মাত্র ১৯.৯৯ ডলার হারে হোপ নিজের 'লুনার এম্বেসি কর্পোরেশান'-এর মাধ্যমে চাঁদের প্লট বিক্রি করছেন। হোপ জানান, এরইমধ্যে চাঁদের ৭.৫ অংশ জমি বিক্রি হয়ে গিয়েছে।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর, ২০১৬/ফারজানা