তিলে তিলে বাড়তে বাড়তেই ৭ কেজি হয়ে গিয়েছিল টিউমার। বিন্দুমাত্র টের পাননি পঁয়ত্রিশ বছরের ওই নারী। তবে ওই নারীকে রক্ষা করতে পেরেছেন ডাক্তাররা। বাঁচানো গেছে তার কিডনিকেও।
ডাক্তাররা জানিয়েছেন, ছ-ঘণ্টা লেগেছে কিডনি থেকে অপারেশন করে ওই টিউমারটি বাদ দিতে। কিডনিতে টিউমারের আকার দেখে বিস্মিতই হয়েছেন চিকিৎসকরাও। এত বড়, ভারী টিউমার যে থাকতে পারে, ডাক্তারদের ধারণাতেই ছিল না।
জানা গেছে, দিল্লির একটি বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর ডাক্তাররা জানিয়েছেন, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় টিউমারটি ছিল ৪০x২৫x২০ সেন্টিমিটার। ওজনে ৭ কেজি। এই টিউমারটি নারীর জন্য যে কোনও সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারত। অকস্মাত্ রক্তক্ষরণে মৃত্যুর ঝুঁকি ছিলই।
বিএলকে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের রেনাল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের উপদেষ্টা চিকিৎসক এইচএস ভট্যাল জানান, এর আগে কিডনিকে বাঁচিয়ে এমন জায়েন্ট টিউমারের সফল অস্ত্রোপচার হয়েছে বলে মেডিক্যাল রেকর্ড নেই।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অস্বাভাবিক রকম পেট ফুলতে থাকায় ওই নারী হাসপাতালে এসেছিলেন। তাকে দেখে অন্তঃসত্ত্বা বলেই মনে হচ্ছিল। ওই নারী ডাক্তারদের জানান, গত ছ-মাসে তার এই অবস্থা হয়েছে। সেইসঙ্গে ওজনও অতিরিক্ত বেড়ে যায়।
প্রথমে ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছিলেন গোটা ডান কিডনিটিই অস্ত্রোপচার করে বাদ দেওয়া হবে। পরে পেটের অ্যাঞ্জিওগ্রাফি করে পার্শিয়াল বা আংশিক নেফ্রেক্টমির সিদ্ধান্ত নেন। সেভাবেই জটিল অস্ত্রোপচারে কিডনির ক্ষতিগ্রস্ত অংশটি শুধু বাদ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন