সম্প্রতি একটি সুইস কোম্পানি জানিয়েছে, তারা এমন এক পদ্ধতি আনতে যাচ্ছে যে, মানুষের মৃত্যুর পরে মৃতদেহ থেকেই তৈরি করা যাবে হীরা! সেই হীরের তৈরি আংটির দাম হতে পারে তিন লাখ থেকে শুরু করে ১৫ লাখ পর্যন্ত। তবে হীরের মাপের উপরই নির্ভর করবে এই দাম।
কী করে হবে এই অসাধ্য কাজ? এমন প্রশ্নের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত উচ্চ তাপমাত্রায় মৃতদেহটি পুড়িয়ে তা থেকে কার্বন বেড় করা হবে। তারপরে সেই কার্বনকে কৃত্রিম হীরেতে পরিণত করা হবে।
এখন যদি আপনি ভেবে থাকেন এই হীরেগুলি বুঝি শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য তৈরি হবে, তাহলে ভুল ভাবছেন! কেননা কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণের কথা মাথায় রেখেই নির্ধারণ করা হবে এই হীরের মূল্য।
বিডি প্রতিদিন/এ মজুমদার