বিশ্বে প্রথমবারের মতো ন্যুড থিম পার্ক উন্মুক্ত করতে যাচ্ছে ব্রাজিল। ২০১৮ সালের প্রথম দিকে থিম পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেবে দেশটি। এই পার্কে যেতে হবে নগ্ন অবস্থাতেই। কর্তৃপক্ষের আশা, ন্যুড থিম পার্ক একেবারেই আলাদা হওয়ার সুবাদে সাধারণের নজর কাড়বে। এই পার্কে স্থাপত্য-ভাস্কর্যের মধ্যেও ফুটিয়ে তোলা হবে নগ্নতা।
এই থিম পার্কের নাম দেয়া হয়েছে ইরোটিকল্যান্ড। এতে থাকবে সেক্স প্লেগ্রাউন্ড। থাকবে মিউজিয়াম যেখানে দর্শনার্থীরা যৌনতার ইতিহাস সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবেন। তবে দর্শণার্থীরা চাইলেই পার্কের ভেতর শারিরীক সম্পর্কে আবদ্ধ হতে পারবেন না। তার জন্য পার্কের পাশে মোটেলের ব্যবস্থা রেখেছে পার্ক কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর, ২০১৬/ফারজানা