সম্প্রতি ভারতের কোচির একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেয় ১৭ বছরের এক কিশোরী। আর এমন ঘটনার পর মামলা দায়ের হলো ১২ বছরের এক কিশোরের বিরুদ্ধে। শিশুদের যৌন হেনস্তা থেকে রক্ষা করার জন্য যে আইন রয়েছে (পিওসিএসও), হাসপাতাল কর্তৃপক্ষ তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে দেশটির পুলিশ।
এদিকে মেয়েটির বাবা-মা সদ্যোজাত শিশুটির দায়িত্ব নিতেও রাজি হয়নি। তারা জানিয়েছেন, শিশুটিকে তারা শিশুকল্যাণ দফতরের হাতে তুলে দিয়েছেন।
ঘটনার পর পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর ১৮ বছর বয়স পূর্ণ হতে আরো কয়েক মাস বাকি আছে। কিন্তু তাও কিশোরীর অস্ত্রোপচারের আগে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের অনুমতি নেয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মেয়েটির ১২ বছরের এক কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, এ কথা জানার পরই তারা শিশুকল্যাণ দফতরকে খবর দিয়েছে। চাইল্ডলাইন এই ঘটনার খবর পেয়ে মামলাও দায়ের করেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে সমর্থন করেছে শিশুকল্যাণ দফতর। শিশুকল্যাণ দফতরের কর্মকর্তা জানিয়েছেন, কমিশন এই বিষয়ে যাবতীয় আইন মেনেই ব্যবস্থা নিবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/19