মাঝ আকাশে বিমানের ভিতরের গা বেয়ে দুলছে একটা সবুজ রঙের সাপ। কেবিনভর্তি যাত্রীরা তখন শ্বাসরুদ্ধকর অবস্থায়! না! এটা ফিল্মের গল্প নয়। বাস্তবেই এমনটা ঘটল মেক্সিকোর এক বিমানে। হলিউডি পর্দা ছেড়ে রবিবার তা অবিকল দেখলেন ওই বিমানের যাত্রীরা।
জানা গিয়েছে, মেক্সিকোর তোরেন বিমানবন্দর থেকে মেক্সিকো সিটিগামী বিমানে আচমকাই দেখা মেলে একটি বিষাক্ত সাপের। প্লেনের লাগেজ বাঙ্কার থেকে ঝুলছিল সাপটি। সাপটিকে আচমকা বিমানের মধ্যে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরই মধ্যে এক বিমানকর্মী সাপটির উপরে কম্বল চাপিয়ে দেন। এরপর বিমানটি মেক্সিকো সিটি পৌঁছালে তড়িঘড়ি ‘প্রায়োরিটি ল্যান্ডিং’ করানো হয়। এরপর ‘অ্যানিম্যাল কন্ট্রোল ওয়ার্কার্স’-এর দল সাপটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে।
যদিও ঘটনায় যাত্রীদের কোন ক্ষতি হয়নি। তবে সাপটি বাঙ্কারে এল কীভাবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি এরো মেক্সিকো বিমান সংস্থা। দেখে নিন সেই ভিডিও-
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-১৮