যা পারে না দিল্লি সরকার, জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদ, তাই করে দেখাতে চলেছেন ভারতের স্বঘোষিত ‘পরিবেশ বাবা’৷ এক পূজার মাধ্যমেই তিনি রাজধানীর বায়ুমণ্ডলের বিষ নির্মূল করে দেবেন৷ এমনই দাবি করেছেন ভারতের শ্রী শ্রী ১০০৮ অনন্ত বিভূষিত অদ্ভুত বাবা অরুণাগিরি মহারাজ৷
তার মতে, তেত্রিশকোটি দেবী-দেবতাকে সন্তুষ্ট করতে পারলেই এই দূষণের বিষক্রিয়া থেকে মুক্তি পাবে দিল্লি৷ এর জন্য প্রয়োজন নির্দিষ্ট এক ধরনের পূজার৷ যা করতে হবে হিমালয় থেকে আনা দুষ্প্রাপ্য জড়িবুটি দিয়ে৷ তবেই বিষমুক্ত হবে রাজধানীর বায়ুমণ্ডল৷
পরিবেশ বাবার দাবি, প্রকৃতির এই ধরনের বিপর্যয় থেকে বাঁচতে অন্যান্য দেশও পুজা-আর্চণা করে থাকে৷ ভূমিকম্প, সুনামির থেকে থেকে বাঁচতে পূজা করেছে জাপানও৷ আর জড়িবুটির কদর তো এখন বিজ্ঞানও বোঝে৷
তাই দিল্লিবাসীকে বাঁচাতে ময়দানে নামবেন এই পরিবেশ বাবা৷ এক যজ্ঞেই শেষ করে দেবেন দিল্লির যাবতীয় দূষণ৷ পরিবেশ বাঁচাতে এভাবেই সারা ভারতে সচেতনতা ছড়িয়ে দিতে চান পরিবেশ বাবা৷ এই উদ্দেশ্যে বৈষ্ণদেবী থেকে কন্যাকুমারী পর্যন্ত যাত্রাও শুরু করেছেন তিনি৷ নিজের বিশেষ ভক্তদের নিয়ে ইতোমধ্যেই রওনা দিয়েছেন তিনি৷
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৬