এই তো কয়েক দিন আগের ঘটনা। টেলিভিশনে লাইভ গেমশো চলাকালীন সবাইকে স্তম্ভিত করে এক প্রতিযোগীর বুকে চুমু খেয়ে বিতর্ক জড়িয়েছিলেন এক উপস্থাপক। এবার আরও এক টিভি উপস্থাপক লাইভ অনুষ্ঠানেই সহকর্মীর আন্তর্বাস দেখিয়ে জঘন্য রুচির পরিচয় দিলেন। লাইভ প্রদর্শনের সময় নারী সহ-উপস্থাকের টপ তুলে তার অন্তর্বাস দেখিয়ে যেভাবে ঠাট্টা করেছেন, তা ভালোভাবে নেননি দর্শকরা।
জানা গেছে, লাইভ শো চলাকালীন তার নারী সহ-উপস্থাপক ভেনেসা অলিভেইরার পিঠে বিশ্রীভাবে হাত বোলান উপস্থাপক হারমান হোসে লেভান্টা। দৃশ্যতই ভেনেসা এতে অস্বস্তি বোধ করে, ওই উপস্থাপককে গায়ে হাত দিতে বারণ করেন। শকিং ঘটনাটি ঘটে এর পরপরই। কোন কারণ ছাড়াই ওই উপস্থাপক ভেনেসার টপ তুলে ধরে লাইভ শোয়ে তার অন্তর্বাস দেখিয়ে দেন।
সহকর্মীর সঙ্গে এমন আচরণে ভেনেসা ব্যাপক চটলেও লাইভ শোয়ে প্রকাশ্যে এ নিয়ে কিছু বলেননি। প্রফেশনালি হেসে বিষয়টিকে তত্ক্ষণাত্ হালকা করে দিয়েছেন। তবে, ব্যক্তিগতভাবে তিনিও মনে করেন হোসে তার শ্লীলতাহানি করেছেন। ওই উপস্থাপক এখন পিঠ বাঁচাতে ঘটনাটিকে নিছকই দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করছেন। নারী সহকর্মীর কাছে করজোড়ে ক্ষমাও নাকি চেয়েছেন। কিন্তু, তার পরেও যে প্রশ্নটা উঠছে, এভাবে জঘন্য কাজ করে, কেউ কি পার পেতে পারে?
অশালীন এই ঘটনাটি ঘটেছে একটি পর্তুগিজ টিভি শোয়ে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এখন ভাইরাল হয়েই ছড়াচ্ছে সেই টিভি শোয়ের ক্লিপটি। এ পর্যন্ত ৩০ হাজার জন দেখে, ওই উপস্থাপকের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর, ২০১৬/মাহবুব