ঘটনা উত্তর বলিভিয়ার রিজ অঞ্চলের। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ ছিল ৪ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ এবং খুনের। উত্তেজিত জনতার পিটুনিতে মৃত্যু হল অভিযুক্তের।
পুলিস সূত্র হতে জানা যায়, ওই শিশু কন্যাটির মৃতদেহটি চলতি সপ্তাহের শুরুতে উদ্ধার করা হয়েছিল। এরপরেই পুলিস তদন্ত শুরু করে। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। কিন্তু আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে চায়নি ক্ষিপ্ত জনতা। জেল থেকে ওই ব্যক্তিকে বের করে নিয়ে আসে এক দুষ্কৃতী। এরপরেই গাছের সঙ্গে বেঁধে চলে গণপ্রহার। পরে ওই গাছের সঙ্গেই গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাকে। পুলিশও তাকে উদ্ধার করতে পারেনি।
তদন্তে আরও জানা গেছে, ওই শিশুটি বাবা-মায়ের সঙ্গে দিদার অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগদান করতে এসেছিল। পরে তাঁকে ধর্ষণ করে খুন করে ওই ব্যক্তি।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-১২