‘অ্যাভাটার’ ছবিটি ছিল জেমস ক্যামেরনের অ্যানিমেটেড সুপারহিট একটি ছবি। যা আজও দর্শকের মনে দাগ কেটে আছে। তবে এবার জেমস ক্যামেরনের অ্যানিমেটেড ছবির গল্পে নয়, বাস্তবেই খোঁজ পাওয়া গেছে ‘অ্যাভাটার’ শিশুর!
সম্প্রতি সংবাদ মাধ্যম ডেইলি মেইল, মিররসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ক্যামেরুনের ‘অ্যাভাটারে’ প্যান্ডোরা নামে একটি গ্রহের স্থানীয় বাসিন্দারা প্রকৃতিকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই চালিয়েছিলেন। পৃথিবীবাসীকে বুঝিয়ে ছিলেন, অরণ্য বাঁচিয়ে রাখার গুরুত্ব কতখানি। প্যান্ডোরা গ্রহের এমন সব শিশু অ্যাভাটারের খোঁজ এবার বাস্তবেই পাওয়া গেছে। আর সেসব ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। খবরে বলা হয়, কোন পাকা হাতের ফটো এডিটিং বা ভিডিও এডিটিংয়ের কাজ নয়, সত্যিই নিজের হাতে ছুঁয়ে দেখতে পারবেন এদের। এসব ‘অ্যাভাটার’ শিশু আসলে পুতুল।
আর এই বিশেষ ধরণের পুতুলগুলো বানিয়েছে, স্পেনের ‘বেবিক্লোন’ নামে এক কোম্পানি। যা দেখতে অ্যাভাটার শিশুর মতোই। গায়ের রং নীলছে, মুখের উপর সাদা পুঁতির আলপনার মতো। অ্যাভাটার ছবিতে ছিল পূর্ণবয়স্ক পুরুষ ও নারী, এখানে এই নীল অ্যাভাটাররা একেবারেই দুধের শিশু!
‘বেবিক্লোন’ কোম্পানি এই বিশেষ পুতুলের নামকরণ করেছেন ‘রিবর্নিং’। এই পুতুলগুলি বর্তমান বাজার দর ১০০০ ডলার থেকে শুরু। সিলিকন এবং ভিনাইল যা বিশেষ এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে বেবি পুতুল। হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই, আসলে এটা কী?
বিডি প্রতিদিন/এ মজুমদার