চলতি সপ্তাহে সোমবার ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ওশেনিয়া মহাদেশের দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ড। এমনকি পরে সুনামিও আঘাত হানে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির ক্রাইস্টচার্চ থেকে ৯৫ কিলোমিটার দূরের ‘সাউথ আইল্যান্ড’। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সেখানে মারা যায় ২ জন মানুষ।
এ ঘটনার একদিন আগে রবিবার নিউজিল্যান্ডের মৌলবাদী ডেস্টিনি চার্চের প্রধান ব্রিয়ান টামাকি তার ভাষণে বলেছিলেন, ‘মানুষের অপরাধ’— যার মধ্যে সমকামিতা এবং সমলিঙ্গে বিবাহ রয়েছে, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী। এরপরেই তিনি বলেন, ‘পৃথিবীও কথা বলতে পারে। একগুঁয়ে এবং অজ্ঞ মানুষদের জন্য প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
ভূমিকম্পের পর টামাকির সেই বক্তৃতার ভিডিওটি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে ডেস্টিনি চার্চ। যার নিচে লেখা রয়েছে,‘ এই ঘটনা রবিবার সকালের বক্তৃতাকেই সমর্থন করে।’
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব