ব্যস্ত রাস্তায় সাই সাই করে ছুটে চলছে অসংখ্য গাড়ি। এরইমধ্যে হঠাৎ এক গাড়ির ড্রাইভিং সিটে এক নারীকে দেখে সবার চোখ ছানাবড়া। আশপাশের গাড়িগুলোর গতি যেন কিছুটা কমে গেল। কিন্তু কেন? কারণ, ওই নারীর শরীরের উপরের অংশে নেই একটু সুতোও। আছে শুধু চোখে একজোড়া রোদচশমা। বয়স ত্রিশের বেশি হবে না। নিজের মনে গান শুনতে শুনতে চালিয়ে যাচ্ছেন গাড়ি, আর গানে তালে তালে দোলাচ্ছেন শরীর।
ঘটনা আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে। সেখানকার ব্যস্ত রাস্তায় উন্মুক্ত বক্ষে গাড়ি চালাচ্ছিলেন ওই নারী। আশপাশ থেকে উৎসুক মানুষ, অন্য গাড়ির চালক তখন তার দিকে তাকিয়ে আছে হা করে। তাতে অবশ্য তার কিছু যায় আসে না। তিনি নিজের গাড়িতে চালানো উরুগুয়ের গ্রুপ মারামা’র একটি গান বাজিয়ে তার তালে তালে শরীর দুলিয়ে চালাচ্ছেন গাড়ি। কখনও পাশের গাড়িচালক বা পথচারীর দিকে উঁকি দিচ্ছেন। যেন তিনি এটা করে মজা লুটছেন।
ওই নারীর এমন ভিডিও সামাজিক মিডিয়ায় ছড়িয়ে পড়ায় এখন বিশ্ব সংবাদে পরিণত হয়েছে। লন্ডনের অনলাইন এক্সপ্রেস এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ওই নারীর পরিচয় জানা যায়নি। তিনি শুধু একজোড়া রোদচশমা পরে আছেন। এছাড়া শরীরের উপরের অংশে আর কোনো কাপড় বা অন্য কিছু নেই। এভাবেই উন্মুক্ত বক্ষে নিজেকে ধারণ করেছেন ক্যামেরায়। এ সময় অন্য কে কী বললো তাতে তার থোড়াই কেয়ার। প্রথমে খবরটি আর্জেন্টিনার বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। পরে তা সারাবিশ্বের মানুষের দৃষ্টি কেড়েছে। ওই নারী এমন ঘটনা ঘটালেও তিনি আইনের প্রতি অশ্রদ্ধা দেখাননি। কারণ, উন্মুক্তবক্ষে গাড়ি চালালেও তিনি নিজের সিট বেল্ট বাঁধতে ভুল করেননি। ভিডিওতে দেখা যায়, তার উন্মুক্ত বক্ষের ওপর দিয়ে ক্রস হয়ে আছে সিটবেল্টটি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ