বুলেটপ্রুফ জ্যাকেট, বুলেটপ্রুফ কাচ দেখেছেন। বুলেটপ্রুফ গাড়ির কথাও হয়তো শুনেছেন কেউ কেউ। কিন্তু বুলেটপ্রুফ বাথরুম! এই বিষয়টিই করে দেখালেন ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বাড়িতে বানিয়ে ফেললেন বুলেটপ্রুফ বাথরুম।
মাইনপ্রুফ গাড়ি, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা এসবই ছিল। চন্দ্রশেখর রাওয়ের নিরাপত্তার সেই তালিকাতেই এবার যুক্ত হল বুলেটপ্রুফ বাথরুম। ভারতের তেলেঙ্গানার বেগমপেটে তার নতুন বাড়িতে এই বাথরুম তৈরি করা হয়েছে। পাশাপাশি এক লাখ স্কোয়্যার ফুটের ওই বাড়িটিও তৈরি করা হয়েছে উচ্চমানের বুলেটপ্রুফ কাচ দিয়ে। বাড়িটি তৈরি করেছে মুম্বাইয়ের রিয়াল এস্টেট সংস্থা সাপুরজি পালনজি।
বৃহস্পতিবার থেকে রাও ওই বাড়িটিতে থাকা শুরু করবেন। তার আগে সমস্ত কিছু খতিয়ে দেখে নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, সুরক্ষার জন্য বাড়িটি ঘিরে থাকছে উচ্চপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা। সারাদিন ধরে মোতায়েন থাকবেন ৫০ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। নিরাপত্তার দায়িত্ব থাকছে ইন্ট্যালিজেন্স সিকিউরিটি উইং।