পাকিস্তানের ইসলামাবাদের মিসমা সুন্দুস নামে এক ব্যক্তি তার পোষা বিড়ালের মৃত্যুতে গভীর শোকাহত হয়ে পড়লেন।শোক সামলাতে না পেরে পশু চিকিৎসকের বিরুদ্ধে ২৫ মিলিয়ন টাকার (পাকিস্তানি রুপি) মামলা দায়ের করলেন! আর তা জানতে পেরে হতবাক হয়ে গেলেন ওই পশু চিকিৎসক।
জানা যায়, ইসলামাবাদের মিসমা সুন্দুসের পোষ্য বিড়াল অসুস্থ হয়েছিল। তিনি স্থানীয় পশু চিকিৎসক ডক্টর ফয়সাল খানের চেম্বারে বিড়ালটি নিয়ে গিয়েছিলেন। পরীক্ষা করে চিকিৎসক বিড়ালটিকে পশু হাসপাতালে ভর্তি করে দেন। কিছু চিকিৎসার পর বিড়ালটিকে সেই দিনই ছেড়ে দেওয়া হয়। ঘরে আনার পরই আরও অসুস্থ হয়ে পড়ে সেই বিড়াল। তড়িঘড়ি অন্য এক পশু চিকিৎসকের কাছে আদরের পোষ্য বিড়ালটিকে নিয়ে যান তিনি। আর সেখানেই মারা যায় বিড়ালটি।
'বিড়ালটিকে হাসপাতালে অতিরিক্ত ঠাণ্ডায় রাখা হয়েছিল। আর সেই কারণেই তার মৃত্যু হয়েছে।' বিড়ালটির মৃত্যুর পর নতুন চিকিৎসকের মুখে এমন কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন বিড়াল মালিক। ক্ষতিপূরণ হিসেবে ওই চিকিৎসকের বিরুদ্ধে ২৫ মিলিয়ন টাকার মামলা দায়ের করেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার