তিনবার বলার পরও বাড়ি ছেড়ে যাচ্ছিলেন না দুই অতিথি। এতে চটে গিয়েছিলেন বাসার মালিক তাদের ওপর। এতবার অনুরোধ করার পরও বাসা না ছাড়ায় অতিথির পায়ে গুলি চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের এক মার্কিন নারী।
ঘটনাটি ঘটেছে গত সোমবার। অভিযুক্ত ওই নারীর নাম অ্যালানা অ্যানেট স্যাভেল। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পানামা শহরের বাসিন্দা। ঘটনার পর স্যাভেলকে আটক করেছে ফ্লোরিডা পুলিশ।
ফ্লোরিডার পানামা সিটি পুলিশপ্রধানের কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১টার দিকে স্যাভেলের বাড়িতে বেড়াতে যান এক নারী ও তার সঙ্গে ছিলেন আরেক পুরুষ। সে সময় তারা সেখানে মদ্যপান করেন। কিছুক্ষণ পর স্যাভেল তাদের চলে যেতে বলেন। বেশ কয়েকবার অনুরোধ করার পরও স্যাভেলের কথায় নাকি কান দেননি ওই দুই অতিথি। শেষমেশ দশমিক ২২ ক্যালিবারের বন্দুক বের করে একজনের পায়ে গুলি করেন স্যাভেল। স্যাভেলের গুলিতে আহত ওই নারীকে পরে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের ভাষ্যমতে, স্যাভেল প্রথমে মাটিতে গুলি করে। পরে ওই দুই অতিথির দিকে গুলি চালায়। এতে নারী অতিথির পায়ে দুটি গুলি লাগে। পরে স্যাভেল স্বাভাবিকভাবেই ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে ব্যাপারটা জানায়।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-৮