যে নারীরা সিলিকন ইমপ্ল্যান্ট করান, তাদের পক্ষে বুলেটপ্রুফ জ্যাকেট পরাটা অসুবিধাজনক হয়ে যায়। যে কারণে বক্ষসৌন্দর্য বাড়ানো মহিলাদের জার্মানির ডর্টমুন্ড শহরের পুলিসবাহিনীতে চাকরি হতো না।
সেই কারণের জন্যই পুলিশের চাকরিতে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শেষ পর্যন্ত কাজে যোগ দেওয়া হচ্ছিল না জার্মানির এক ৩২ বছর বয়সী তরুণীর। তার অপরাধ ছিল বক্ষসৌন্দর্য বাড়াতে বুকে ‘সিলিকন ইমপ্ল্যান্ট’ করিয়েছিলেন তিনি।
কিন্তু পাল্টা এক প্রতিবাদে এবার বদলে গেল অতীতের সব নিয়ম। সেই তরুণী পুলিশের সব পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছিলেন। শারীরিক সক্ষমতার পরীক্ষায় তো খুবই ভাল ফল করেছিলেন। কিন্তু বাধ সাধে সিলিকন ইমপ্ল্যান্ট সংক্রান্ত নিয়ম। এরপর তিনি এর প্রতিবাদ জানিয়ে মামলা করেন। তাতে বিচারক ওই নিয়ম পাল্টে দেওয়ার পক্ষে রায় দেন। খুব জলদি ওই তরুণীকে এবার দেখা যাবে ডর্টমুন্ড পুলিসের পোশাকে।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১০