আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারতে স্টাফ সিলেকশান কমিশনের(এসএসসি) পরীক্ষা। ডাকযোগে হাতে এসে পৌঁছেছে পরীক্ষার অ্যাডমিট কার্ড। কিন্তু খাম খুলে কার্ড বের করতেই আঁতকে উঠল এক ছাত্রী। কারণ সে দেখল, অ্যাডমিট কার্ডে তার ছবির জায়গায় ছাপা হয়েছে এক নামকরা অভিনেত্রীর অর্ধনগ্ন ছবি।
ঘটনাস্থল ভারতের বিহার। ওই পরীক্ষার্থী নালন্দার বাসিন্দা। গত ৮ জানুয়ারি তারিখে ওই অ্যাডমিট কার্ড ইস্যু করেছিল বিহার স্টাফ সিলেকশন কমিশন (বিএসএসসি)। কিন্তু ঘটনাচক্রে, অ্যাডমিট কার্ডে যে জায়গায় পরীক্ষার্থীর ছবি থাকার কথা, সেখানে এক নামী অভিনেত্রীর টপলেস ছবি চলে আসে।
পরীক্ষার্থীর অস্বস্তিকে আরও বাড়িয়েছে এই অ্যাডমিটের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার ঘটনা। ওই অভিনেত্রীর সঙ্গে ওই ছাত্রীর নামের মিল থাকলেও, দু'জনের পদবী আলাদা।
সূত্র : এবেলা