একজন নারী হিসেবে বাড়ির কাজ করতে পারবেন এটাই স্বাভাবিক। বিছানা পরিষ্কার করা, ঘরের মেঝে মোছা, কাপড় কাচা, গাছে জল দেওয়া ইত্যাদি ইত্যাদি৷ আর এসব যদি আপনি পারেন তাহলে প্রতি ঘণ্টায় আয় করতে পারবেন প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা!
তবে এক্ষেত্রে শর্ত কিন্তু একটাই৷ সম্পূর্ণ নগ্ন অবস্থায় আপনাকে করতে হবে এই সব কাজ৷ অবয়াক হবার মত কথা হলেও সত্যিই এমন বিজ্ঞাপন দিয়েছে নেচারিস্ট ক্লিনার নামে এক কোম্পানি৷
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখন এই চাকরি নিয়েই আলোচনা হচ্ছে৷ সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, এতে অবাক হওয়ার মতো কোনও কারণ নেই৷ আর পাঁচটা চাকরির মতোই এটাও একটা সাধারণ চাকরি৷ নুডিস্ট কমিউনিটির নারীদের এই চাকরিতে যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয়৷ খদ্দেরদের কাছে পোশাক পরা নারী ক্লিনারদের চেয়ে নগ্ন ক্লিনারদেরই বেশি চাহিদা৷ আর যার চাহিদা বেশি, স্বাভাবিকভাবে তার বেতনও বেশি৷
নগ্ন নারীরা বাড়ি পরিষ্কারের জন্য প্রথম ঘণ্টায় উপার্জন করতে পারবেন ৬৫ পাউন্ড অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকা৷ আর তারপর থেকে প্রতি ঘণ্টয় মিলবে ৫৫ পাউন্ড করে৷ সেখানে পোশাক পরিহিতা নারীদের বেতন প্রথম ঘণ্টায় পাবে ২৫ পাউন্ড এবং পরের প্রতি ঘণ্টায় পাবে ২০ পাউন্ড৷
সংস্থাটির কর্ণধার লওরা স্মিথ জানান, “এই চাকরিতে কোনও যৌন সুড়সুড়ি নেই৷ গত দু’বছর আগে লন্ডনে এমন কাজের সুযোগ দেওয়া চালু করেছিলাম আমরা৷ এখন এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷”
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৫