বালির প্রাসাদে কেউ টানা ২২ বছর বসবাস করছেন এমন খবর শুনলে চমকে উঠবেন যে কেউ। কিন্তু ব্রাজিলের রিও ডি জানেইরো-র ‘সৈকত সম্রাট’ মার্সিও মিজায়েল মাতোলিয়াস গত ২২ বছর ধরে বাস করছেন তার নিজের তৈরি এক বালির প্রাসাদে, এমনটাই জানা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর প্রতিবেদনে।
স্থানীয় মানুষ ৪৪ বছরের মাতোলিয়াসকে ডাকেন ‘দ্য কিং’ হিসেবে। মাছ ধরা, গলফ খেলা আর বই পড়ার কারণে তিনি দেদার জনপ্রিয়ও।
মাথায় প্লাস্টিকের মুকুট পরে হাতে রীতিমতো রাজদণ্ড নিয়ে সিংহাসনে বসে পোজ দেন মাতোলিয়াস। ট্যুরিস্টরা তার ছবি তোলেন। তিনিও এনজয় করেন।
গত ২২ বছর ধরে বাস করছেন এই প্রাসাদের নীচে একটি ছোট্ট ঘরে। সেই ঘরভর্তি বই, গলফ খেলা আর মাছ ধরার সরঞ্জাম। অবিবাহিত মাতোলিয়াস জানিয়েছেন, গরমে বালি তেতে গেলে তিনি পরোয়া করেন না। রাতে খোলা সমুদ্রের ধারে শুয়ে পড়েন। তেমন বাড়াবাড়ি হলে কোন বন্ধুর বাড়ি চলে যান। তবে বালির প্রাসাদকে টিকিয়ে রাখতে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয় তাকে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন