কুকুরকে কামড়ানোয় দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে কুকুরটি।
নিউ হ্যাম্পশায়ার পুলিশের প্রধান জানিয়েছেন, বসকাওয়েন শহরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার খবর পেয়ে ২ অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশ আসতে দেখেই পালায় দু'জন। তাদের পুলিশের কুকুর তাড়া করলে কুকুরটির গলা চেপে ধরে একজন অভিযুক্ত। কিছুক্ষণ পর কুকুরটিকে জোরে কামড় দিয়ে পালায় সে। ততক্ষণে অন্যজনও পালিয়ে যায়।
পরে অবশ্য ২ অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশের কুকুরকে আহত করার অভিযোগ আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন