এখনও অনেক প্রবীণ মানুষের মতে, বাড়িতে বা আশেপাশে কুকুর বা বিড়াল কাঁদলে তা কোনো অমঙ্গলজনক। কিন্তু এটা কি সত্যিই কুসংস্কার নাকি বিজ্ঞান এ নিয়ে রয়েছে নানা তর্ক-বিতর্ক। তবে অনেকে বলছেন এটা কুসংস্কার নয়। এর পিছনে রয়েছে বিজ্ঞান।
এ ব্যাপারে বিজ্ঞান বলছে, কুকুর-বিড়ালদের মধ্যে সেন্সটা অনেক বেশি। তাই কোনো প্রাকৃতিক বিপর্যয় আগে আবহাওয়া এবং তার পরিমন্ডলের যে পরিবর্তন হয় তা বুঝতে পারে এই শ্রেণির কুকুর-বিড়াল। আর তাই আতঙ্কে কান্না শুরু করে দেয়।
তাই অনেকেই বলছেন, বিষয়টির মধ্যে শুধুই কুসংস্কার আছে তা মোটেই নয়। রয়েছে বিজ্ঞানও।
সূত্র: ইন্টারনেট
বিডি প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ