প্রেমিককে ধোঁকা। টুইটারে ফাঁস হল সেই চিত্র। পরপুরুষকে চুমু দেওয়ার সেই ছবি টুইটারে পোস্ট করলেন সেই প্রেমিক। আর্জেন্টিনার এক শহরে ঘটেছে এই ঘটনা।
জানা গেছে, মারিয়ানো নামে বছর ২০ বছরের এক যুবকের সঙ্গে এই ঘটনা ঘটেছে। এক পার্টিতে গিয়ে এমন কাণ্ড দেখেন তিনি। একেবারে চমকে উঠেন। তাকে ছেড়ে পার্টিতে থাকা অন্য এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে তার প্রেমিকা।
ঘনিষ্ঠতা ক্রমশ চরম পর্যায়ে পৌঁছয়। একেবারে জাপটে ধরে চুম্বন। মাথা গরম হয়ে গেলেও ঠাণ্ডা মাথায় কাজ করলেন মারিয়ানো। তাদের পাশে বসে সেলফি তুলে পোস্ট করে দিলেন টুইটারে। ক্যাপশনে লিখলেন, ‘আমার গার্লফ্রেন্ড (এখন প্রাক্তন)। বুঝতে পারেনি যে আমিও একই পার্টিতে এসেছি।’
পরে অবশ্য তার এই গুণধর সাবেক প্রেমিকা অজুহাতও দিয়েছেন। আর সেই স্ক্রিনশটও শেয়ার করেছেন মারিয়ানো। বলেছেন, ‘আমি নেশাগ্রস্ত ছিলাম। ও আমাকে জোর করছিল। কিন্তু আমি তোমাকেই ভালবাসি আর তোমার সঙ্গেই থাকতে চাই।’ উত্তরে মারিয়ানো লিখেছেন, ‘আর একটু এফোর্ট দিলেই পারতে।’
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর