ইউটিউবে অংক শেখানোর ক্লাস নেওয়ার ভিডিও ছেড়ে সারা দুনিয়ায় তারকা খ্যাতি পেয়েছেন এডি উ নামে একজন অস্ট্রেলিয়ার গণিত শিক্ষক। এ জন্য অস্ট্রেলিয়ার লোকাল হিরো পুরস্কারও পেয়েছেন তিনি। এডি উ সিডনির একটি হাইস্কুলে অংকের প্রধান শিক্ষক।
তিনি জানান, তিনি প্রথম যখন এসব ভিডিও তৈরি করতে শুরু করেছিলেন, তখন সেগুলো ছিল একজন মাত্র ছাত্রের জন্য। ছাত্রটি তখন খুবই অসুস্থ ছিল। অনেকগুলো ক্লাসে উপস্থিত থাকতে পারে নি। তার জন্যই তিনি ভিডিওগুলো তৈরি করেছিলেন।
এডি উ আরো বলেন, 'এখন যখন আমি দেখছি শুধু অস্ট্রেলিয়া নয় সারা দুনিয়ায় অসংখ্য লোক আমার ভিডিও দেখছে এবং পছন্দ করছে, এটা আমাকে দারুণ বিস্মিত করে। আমি ভাবি আর অবাক হই - কীভাবে এটা সম্ভব হলো?'
ইউটিউবে এখন এডি উ'র ভিডিও রয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি। আর তার সাবস্ক্রাইবারের সংখ্যা এখন প্রায় দুই লাখ ৪০ হাজার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন