কখনও কি মাকড়শার বৃষ্টির কথা শুনেছেন? অনেকটা অবাস্তব মনে হলেও এমন ঘটনা কিন্তু ঘটেছে। এ সময় একসাথে হাজার হাজার মাকড়শা আকাশ থেকে করে নিচের দিকে নামতে থাকে। কিন্তু কোথা থেকে যে এই মাকড়শাগুলো আসে তা সম্বন্ধে সন্দিহান বিজ্ঞানীরাও।
জানা গেছে, প্রথমে মাকড়শা একটি উঁচু জায়গায় একটি বসে। তারপর সে তার সিল্কের তন্তু ছাড়ে আর এর সাথেই সাথেই মাকড়শাটি বাতাসে ভেসে যায়। মাঝে মাঝে এই পথটি হাজার মাইলও হতে পারে। তাই আমরা দেখি অনেকসময় আকাশ থেকে মাথার উপর মাকড়শা পড়ছে এবং হেঁটে যাচ্ছে।
সাধারণত যখন অনেকগুলো মাকড়শা আবহাওয়া বা কলোনি স্থাপনের জন্য এক জায়গায় সংগঠিত হয় তখন এমন ঘটনা বড় পরিসরে ঘটে।
বন্যা কিংবা বনে আগুন লেগে যাওয়ার ফলেও মাকড়শাদের বৃষ্টি সৃষ্টি করে।
বিডি প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ