ছাত্রীর কাছে চুমুর আবদার করেছিলেন কলেজের অধ্যাপক। এজন্য প্রলোভন দেখিয়েছিলেন তাকে পরীক্ষায় খাতা বেশি নম্বর দেওয়ার। কিন্তু ওই ছাত্রী বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানায়। এরপর পুলিশের কাছে অভিযোগ করতেই শ্রীঘরে অধ্যাপক।
ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাইয়ের পূর্বাঞ্চলের ঘাটকোপার এলাকার একটি কলেজের অধ্যাপক গত ৮ মার্চ এ কাণ্ড ঘটিয়েছেন। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে গতকাল শনিবার।
১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীর কাছে অধ্যাপকের এ ধরনের অনৈতিক আবদারের প্রতিবাদে তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে অভিযোগ জানায়। এরপর পুলিশ ৩০ বছর বয়সী ওই অধ্যাপককে গ্রেফতারে করে।
মুম্বাইয়ের পান্ত নগর পুলিশ স্টেশনের জ্যেষ্ঠ পরিদর্শক রোহিনী কাইল বলেন, ওই অধ্যাপকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/মাহবুব