মুমূর্ষুকে সময়মতো রক্ত পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা কেবলমাত্র ভুক্তভোগী সেটা ভালো জানেন। এবার এই ক্ষেত্রে এক অভিনব এক উদ্যোগ নিল আফ্রিকার দেশ রুয়ান্ডার ‘জিপলাইন’ নামে একটি প্রতিষ্ঠান। তারা ড্রোনের মাধ্য যত দ্রুত সম্ভব অসুস্থদের কাছে রক্ত পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে।
জানা গেছে, নতুন এ ড্রোনটির ওজন ২০ কেজি এবং এটি ১.৭৫ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। ড্রোনটি সর্বোচ্চ ১২৮ কিলোমিটার বেগে উড়তে পারে এবং একটানা ১৬০ কিলোমিটার যেতে পারবে।
কাগজের তৈরি একটি প্যারাসুটের মাধ্যমে এই ড্রোনের ভিতরে ছোট বাক্সে করে রক্ত রাখা হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রুয়ান্ডায় পরিবহন ব্যবস্থা খুব একটা উন্নত নয়। তাই এই পদক্ষেপ করা হয়েছে। তবে আপাতত পরীক্ষামূলক স্তরেই রাখা হয়েছে এই ব্যবস্থা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর