ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বেহালা গঙ্গারামপুর স্কুলের সামনে ঘটল আজব ঘটনা।
বুধবার বেহালার পর্ণশ্রী থানা এলাকার বিধুভূষণ সেনগুপ্ত রোড-এ সুব্রত দাস নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে কাটারি দিয়ে কোপাতে থাকে এক যুবক।
স্থানীয়দের বক্তব্য, সুব্রত বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। আচমকাই তাকে আক্রমণ করে এক ব্যক্তি। স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। আক্রমণকারীকে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সুব্রতর ছোট ছেলের বন্ধু এই ঘাতক যুবক। বন্ধু ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেয়ে যাওয়ায় রাগে বন্ধুকে মারতে এসে বন্ধুর বাবাকে কাটারি দিয়ে কোপায় ওই যুবক। ওই যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন