ভারতের শেওড়াফুলি গরবাগান যৌন পল্লীর ঘটনা এটি। যৌনকর্মীর সাথে প্রথমে ফেসবুকে কথা৷ ধীরে ধীরে তা পরিণত হয় ঘনিষ্ঠতায়৷ তারপর প্রেমের অভিনয়ে করে তার সর্বস্ব লুঠের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ অভিযুক্ত যুবকের নাম সুরজ ওরফে শেখ রাজ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে হুগলির শেওড়াফুলি গরবাগান যৌন পল্লীর এক যৌনকর্মীর সঙ্গে আলাপ করে শেখ রাজ৷ হাওড়ার বাসিন্দা সুরজ ওই যৌনকর্মীকে জানায়, সে তামিলনাড়ুতে জুয়েলারির দোকানে কাজ করে৷ ফেসবুকের পরিচয়ের পর ওই পল্লীতে যৌনকর্মীর ঘরে যাতায়াত শুরু করে সে৷
কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়, ওই যৌন কর্মীর দাবি, শেখ রাজ তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়৷ অন্যান্য দিনের মতো কয়েকদিন আগেও সন্ধেবেলা যৌনকর্মীর ঘরে আসে অভিযুক্ত৷ সেই সময় হঠাৎ ভারি কোন বস্তু দিয়ে যৌনকর্মীর মাথায় আঘাত করে সে৷ তারপর যৌনকর্মী অচৈতন্য অবস্থায় থাকাকালীন তার ঘরের আলমারি খুলে নগদ টাকা ও গয়না মিলিয়ে প্রায় ১২ লক্ষ রুপির মালপত্র নিয়ে পালিয়ে যায় ওই যুবক।
ঘটনার পরে পল্লীর বাসিন্দারা যৌনকর্মীর ঘরে ঢুকলে তাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান৷ তারপর ওই যৌনকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন৷ অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক শেখ রাজ৷
বিডি প্রতিদিন/এ মজুমদার