ভারতের উত্তরপ্রদেশের বিজনোর জেলায় সম্প্রতি অদ্ভুত এক ঘটনা ঘটেছে। বিয়ের মঞ্চে ভরা অতিথির সামনে বর যখন সাত পাক শেষে স্ত্রীর গলায় মালা পরাবেন, তখনই ঘটনার শুরু। হঠাৎ মণ্ডপে হাজির এক আগুন্তক। কিছু বুঝে উঠার আগেই এই অপরিচিত যুবক ও কনে একে অপরের গলায় মালা পরিয়ে দিলো।
এ সময় সবাই তো অবাক! জানা গেলো, এই অগুন্তক কনের প্রেমিক। চার বছর ধরে তারা একে অপরকে ভালোবাসেন। কিন্তু মেয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে পারেননি। কারণ তারা দু'সম্প্রদায়ের। তাই মেয়ের (নগীন) পরিবার পাশের গ্রামেরে এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে। কিন্তু মেয়ে ভালোবাসে তার প্রেমিককে। তাই যখনই প্রেমিক রতন সিং গুপ্তা হিরোর মতো মালা নিয়ে সামনে হাজির হন, কোনো কথা চিন্তা না করেই নগীনের হাতের মালা রতনের গলায় পরিয়ে দেয়।
পরে দু'পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। এক পর্যায়ে বর পক্ষ কনে না নিয়ে ফিরে যান। আর কনে পক্ষের লোকজন রতনকে উত্তম মাধ্যম দিতে থাকেন।
পরে পুলিশ এসে রতন ও নগীনকে উদ্ধার করে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ