স্বপ্ন আর বাস্তবের মধ্যে কখনও কখনও অনেক বেশি পার্থক্য দেখা যায়৷ আর তাই যেন ফের প্রমাণ হয়ে গেল ১৯ বছর বয়সী ফেইগির ক্ষেত্রে৷
নিউ ইয়র্ক সিটিতে বেড়ে ওঠা ফেইগি স্মালোউইৎজ হতে চেয়েছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার৷ কিন্তু ভাগ্যে তার জন্য বোধ হয় অন্যরকমই কোন গল্প ছিল৷ তাই জিউইশ ডে স্কুলে গ্র্যাজুয়েশন করে ফেইগি যুক্ত হল ইসারায়েলের প্রতিরক্ষা বিভাগে৷
তবে ইসরায়েল যেন এখন তার বাড়িই হয়ে উঠেছে, এমনটাই জানিয়েছেন মডার্ন অর্থোডক্স পরিবারে বড় হওয়া ফেইগি৷ তবে ৫ফুট ৪ ইঞ্চির ফেইগির এর আগে অস্ত্র পরিচালনার কোনও অভিজ্ঞতাই ছিল না৷ তবে এখন সে M4 রাইফেলে স্বচ্ছন্দ্য বোধ করে এবং সে স্কোয়াড লিডার৷
তবে এই নতুন জীবনযাপনের প্রথম ১ বছর প্রশিক্ষণ পর্ব খুব একটা সহজ ছিল না তার কাছে। তিনি জানান, হামাগুড়ি দেওয়া, সারারাত জেগে থাকা, ১০ মিনিট ঘুমের পরই ফের জেগে যাওয়ার অভ্যাস রপ্ত করা, এমনই বিভিন্ন কাজ করতে হয়েছে তাকে৷
তবে ফ্যাশন ডিজাইনিংয়ে গেলে তার জীবন যে অনেক আরামদায়ক এবং অন্যরকম হত, কিন্তু আরও কিছু করে দেখানো যায় তা বোধ হয় প্রমাণ করা যেত না বলে মনে করেন ফেইগি৷ তবে অস্ত্রচালনা এবং মানুষকে রক্ষার দায়িত্ব এখন যেন ১৯ বছরের ফেইগির কাছে সবথেকে বড় বিষয়, আর এতেই খুশি সে৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর