দ্বিতীয় মহাযুদ্ধকালে ইতালির সর্বাধিনায়ক বেনিতো আমিল্কারে আন্দ্রেয়া মুসোলিনির নামে সদ্যোজাত সন্তানের নাম রেখেছিলেন 'মুসোলিনি'। সেই সদ্যোজাত এখন এক বছরের শিশু। কিন্তু সেই নামকরণের জেরে আদালত সমন পাঠাল ইতালির সেই দম্পতির বাড়িতে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাত্সি নায়ক জার্মানির অ্যাডলফ হিটলারের সঙ্গে হাত মিলিয়েছিলেন বেনিতো মুসোলিনি। ইতালির সেই একনায়কের নাম অনুসরণ করার কারণেই আদালত সেই দম্পতির কাছে 'জবাবদিহি' চেয়েছে বলে জানা গেছে।
যদিও সেই দম্পতির দাবি, ডিক্টেটর বেনিতো মুসোলিনি নয়, তাদের প্রিয় এক দাদার নামও ছিল মুসোলিনি। ইতালিয় রীতি মেনেই পূর্বপুরুষের নামে তাদের একমাত্র সন্তানের নাম রেখেছেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর