ক্লাসে যখন শিক্ষার্থীরা ও অধ্যাপকসহ সবাই রীতিমতো যখন ব্যস্ত, ঠিক তখনই সবাইকে স্তম্ভিত করে সেই ৫০০ ছাত্র-ছাত্রীর ক্লাসে চলতে শুরু করল পর্ন ফিল্ম। এমন কাণ্ড নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে কানাডার ইউনিভার্সিটি অফ টরোন্টোর সাইকোলজি বিভাগের একটি ক্লাসে। ঘরভর্তি শিক্ষার্থীদের কোন কিছু বোঝাতে প্রোজেক্টর চালু করেছিলেন সাইকোলজির অধ্যাপক স্টিভ জুর্ডেন। আর তাতেই ঘটে বিপত্তি। শিক্ষামূলক ভিডিওর বদলে চলতে শুরু করে পর্ন ছবি।
ঘটনাটি ঘটেছে গত সোমবার। বায়োলজিক্যাল অ্যান্ড কগনিটিভ সাইকোলজি'র ক্লাসেই ঘটে এই বিপত্তি। প্রোজেক্টরে ‘বড়দের ছবি’র প্রদর্শন না দেখা গেলেও ছাত্র-ছাত্রীরা নিজেদের হাসাহাসির ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপর শুরু হয় ট্রোলিং।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর