প্রেমের টানে মানুষ কত কিছুই না করে! তেমনই এক অদ্ভুদ কাণ্ড ঘটাল ২৩ বছরের মালিকা। ঘটনাটি ঘটে ভারতের তেলেঙ্গানায়। এন বাবু নামে এক যুবকের সঙ্গে নয় বছরের সম্পর্ক মালিকার। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে বাবু। ফলে মালিকাকে পাত্তা দিচ্ছিল না সে। বিচার চাইতে তাই সে মোবাইল টাওয়ারে উঠে পড়ে। চিৎকার করে নিজের সঙ্গে হওয়া অন্যায়ের কাহিনী তুলে ধরে দুনিয়ার কাছে।
ওদিকে খবর পেয়ে ছুটে আসে পুলিশ। মালিকাকে মোবাইল টাওয়ার থেকে নামাতে শুরু হয় পুলিশ অফিসারদের তৎপরতা। যুবতীর সঙ্গে কথা বলে বুঝতে পারেন এভাবে নামানো যাবে না তাঁকে। পুলিশের পক্ষ থেকে ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ের আশ্বাস দেওয়া হয়। তাতে কিছুটা শান্ত হয় মালিকা। তখন তাঁকে আরও বুঝিয়ে সুজিয়ে মোবাইল টাওয়ার থেকে নিচে নামিয়ে আনে পুলিশ।
এবার পুলিশের কথা রাখার পালা। মোবাইল টাওয়ার থেকে সোজা মালিকাকে নিয়ে যাওয়া হয় থানায়। ডাকা হয় বাবুর বাড়ির লোককে। ছেলের বাড়ির সদস্যদের অনেক বুঝিয়ে এই বিয়ের জন্য রাজি করানো হয়। হাসি ফোটে মালিকার মুখে। স্বস্তি পায় পুলিশও! বাড়ি ফিরিয়ে দেওয়া হয় মালিকাকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ