যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে উইল্ডলাইফ ওয়ার্ল্ড জু নামে একটি চিড়িয়াখানায় হিংস্র প্রাণী জাগুয়ারের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ৩০ বছর বয়সী এক নারী আহত হয়েছেন।
এ ব্যাপারে মেট্রো ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র শন গিলেল্যান্ড মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানান, ওই নারী জাগুয়ারের খাঁচার কাছে একটি সেলফি নিতে গেলে পশুটি বেরিয়ে এসে হামলা চালায়। এ সময় ওই নারীকে থাবা দিয়ে জড়িয়ে ধরে জাগুয়ারটি।
পরে ওই নারীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার আঘাত গুরুতর নয়। তিনি বর্তমানে সুস্থ আছেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ