বাড়ির বাচ্চাদের সঙ্গে পোষ্যদের সম্পর্ক হয় অনেকটা ভাই-বোনের মতো। তাদের সম্পর্কের মধুরতায় প্রায়শই মুগ্ধ হয় নেট দুনিয়া। কিন্তু বাড়ির শিশুটি ঠিকমতো হোমওয়ার্ক করল কি না, তা-ও দেখভাল করছে পোষ্য কুকুর এ রকমটা দেখেছেন কোনওদিন?
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওর সৌজন্যে এ রকমই দৃশ্য দেখা গেছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি মনগ্রেল কুকুর দু’পা তুলে দাঁড়িয়ে আছে পড়ার টেবিলে। ওই টেবিলে বসে হোমওয়ার্ক করছে ছোট্ট মেয়েটি। টেবিলে দাঁড়িয়ে কুকুরটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। আসলে মেয়েটি ঠিকমতো হোমওয়ার্ক করছে না কি সেটাই যাচাই করছে কুকুরটি।
ঘটনাটি দক্ষিণ পশ্চিম চীনের গুইঝাও প্রদেশের। ওই মেয়েটির বাবা কুকুরটিকে এই পরিদর্শনের কাজটি করার প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছেন। গৃহকর্তার প্রশিক্ষণ পেয়ে নিজের দায়িত্ব রোজ পালন করে কুকুরটি।
চীনের এক সংবাদ সংস্থাকে ওই মেয়েটির বাবা পিয়ার ঝু বলেছেন,‘আমার মেয়ে খুব অমনোযোগী। পড়তে পড়তে খালি মোবাইল নিয়ে খুটখুট করে। আমরা না থাকলে ও যাতে মনোযোগ দিয়ে পড়তে পারে সে জন্যই এই ব্যবস্থা।’ সূত্র : আনন্দবাজার
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন