অর্ডার করেছিলেন গরম গরম আলুভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের। তবে প্লেটে এসেছে ঠাণ্ডা ফ্রাই। তাতেই চটে গেলেন মার্কিন তরুণী। রেস্তোরাঁকে শায়েস্তা করতে গুলিই চালিয়ে দিলেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনা মার্কিন মুলুকের জর্জিয়ার ম্যাকডোনাল্ডস'র।
জানা গেছে, ম্যাকডোনাল্ডসে গিয়ে গরম ফ্রাই অর্ডার দিয়েছিলেন ২৭ বছরের লিলিয়ান শ্যান্টেল টার্ভার। তবে তার খাবার যখন টেবিলে পৌঁছয়, ততক্ষণে সম্পূর্ণ ঠাণ্ডা হয়ে গিয়েছিল ফ্রাইগুলি। এতেই বেজায় চটে যান তিনি। চিৎকার জুড়ে দেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ খাবার পাল্টে দেওয়ার আশ্বাস দিয়ে পুরানো প্লেট তুলে নিয়ে যায়। তবে তাতে শান্ত হননি লিলিয়ান। সোজা রান্নাঘরে গিয়ে গুলি চালান তিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনার ১০-১৫ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করেন ওই যুবতী। তাকে গ্রেফতার করে হাজতে রাখা হয়েছে। তবে এই ঘটনার পর ট্রাম্পের দেশের অস্ত্র আইন নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ