ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে ১০ বছরের সন্তানকে কলকাতা নিয়ে আসেন অমিত আগরওয়াল। সন্তানকে আত্মীয়ের বাসায় রেখে কলকাতায় শ্বশুরবাড়িতে হাজির হন। সেখানে শাশুড়িকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন। শ্বশুরকেও হত্যা করতে চেয়েছিলেন অমিত, তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দুই বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল অমিতের। আত্মহত্যার আগে চিরকুট লিখে গিয়েছিলেন ৪২ বছরের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অমিত। সেখান থেকেই পুলিশ জানতে পারে তিনি তার স্ত্রীকেও হত্যা করেছেন। পরে বেঙ্গালুরু থেকে অমিতের স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা যে পিস্তল দিয়ে শাশুড়িকে খুন করেছেন, সেই পিস্তল দিয়েই আত্মহত্যা করেছেন অমিত। হত্যার ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা