৩১ মে, ২০২০, নাসা থেকে দুই মহাকাশচারী পাড়ি দিলেন International Space Station–এর উদ্দেশ্যে। ঐতিহাসিক এই যাত্রা নিয়ে আলোচনা তখন থেকেই। স্পেস স্টেশনে পৌঁছানোর পর থেকেই মহাকাশচারীরা একের পর এক ছবি শেয়ার করছেন পৃথিবীর, যা দেখলে অবাক হয়ে যেতে হয়।
এবার তারা শেয়ার করলেন একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে কীভাবে পৃথিবীর একদিকে দিন আর অন্যদিকে রাত হচ্ছে। মহাজাগতিক নিয়ম এমনই। পৃথিবীর এক অর্ধে যখন সূর্যের আলো এসে পড়ে, তখন অন্য অর্ধ থাকে অন্ধকার। অর্থাৎ একদিকে থাকে দিন, অন্যদিকে রাত। কিন্তু মহাকাশ থেকে সেই দৃশ্য কেমন লাগে, তাই ধরা পড়েছে ক্যামেরায়।
মহাকাশচারী বব বেহনকেন টুইটারে এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের পৃথিবীর এই দৃশ্য আমার সবচেয়ে পছন্দের। পৃথিবীর দুই অর্ধে দিন রাতের সীমান্ত এটি।’ শেয়ার করার পর থেকে টুইটটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, অসংখ্য বার রিটুইট করেছেন অনেকেই। মহাকাশ থেকে এমন মহাজাগতিক দৃশ্য দেখলে কে না পছন্দ করবে। সূত্র : নিউজ ১৮।
বিডি-প্রতিদিন/শফিক