নিলামে তোলা হচ্ছে ২৪২ ক্যারেটের বিরল একটি হীরা। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি আলরোসা এই হীরাটি খনি থেকে উত্তোলন করেছে।
আগামী ২২ মার্চ দুবাইয়ে এই হীরাটি নিলামে তোলা হবে বলে শুক্রবার জানিয়েছে আলরোসা। এই ক্রিস্টাল-ক্লিয়ার হীরাটি একটি ছোট ডিমের সমান। বিশ্বের সবচেয়ে বড় রাফ ডায়মন্ড উৎপাদকারী প্রতিষ্ঠান হচ্ছে আলরোসা। তাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে অ্যাঙ্গলো-আমেরিকান প্রতিষ্ঠান ডি বিয়ার্স।
আলরোসার হেড অব সেলস ইভিজেনি আগুরিভ এক বিবৃতিতে বলেছেন, একটি পলিশড ডায়মন্ডকে কাটতে রাফ ডায়মন্ড ব্যবহার করা হয়। তবে ১০০ ক্যারেটের চেয়ে বড় হীরা পাওয়াটা খুবই বিরল।
পাঁচ বছর আগে একটি উন্মুক্ত নিলামে শেষবার একটি রাফ ডায়মন্ড তুলেছিল আলরোসা। রাশিয়ার আইনে বলা আছে যে, ৫০ ক্যারেটের চেয়ে বড় রাফ ডায়মন্ড পেলে তা গোখরানে জমা হবে। রাষ্ট্রের মূল্যবান পাথর সংক্রান্ত বিষয় দেখভাল করে এই প্রতিষ্ঠানটি।
এদিকে নিজেদের শততম আন্তর্জাতিক নিলামের জন্য এই ডায়মন্ডটি নিলাম আটকে রেখেছিল আলরোসা। ২০ লাখ ডলার থেকে এই ডায়মন্ডটির দাম শুরু হবে।
বিডি প্রতিদিন/আরাফাত