বিয়ের দিন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে মানুষ আড়ম্বরপূর্ণ পোশাকই পরেন। পোশাকের ক্ষেত্রে সবচেয়ে জাঁকজমক থাকেন বর-কনে। কিন্তু তাই বলে শর্টস পরে খালি গায়ে বিয়ে! এটা কিভাবে সম্ভব? খবর নিউজের।
এই অসম্ভব ঘটনাই ঘটেছে ইন্দোনেশিয়ায়। দেশটির ইস্ট জাভার একটি বিয়ের আসরে দেখা গেছে, খালি গায়ে বর বসে আছেন হাফপ্যান্ট পরে! যা রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে এ কোনও স্টাইল বা আঞ্চলিক রীতি নয়, বরং এর পিছনে লুকিয়ে আছে একটি ছোট্ট বিষাদ।
জানা গেছে, বিয়ের চারদিন আগে বর বাবাজি মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন। তার শরীরে যেরকম আঘাত লেগেছে, তাতে বরের প্রথাগত পোশাক পরে তার পক্ষে বিয়ে করতে আসা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে তাকে এভাবে আসতে হয়।
বিডি-প্রতিদিন/শফিক