গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্রিস্টিনা রায়ান নামের এক নারীর বাড়ির আঙিনায় থাকা ক্যামেরায় ধরা পড়েছে ‘ডাইনোসরের বাচ্চা’!
ফ্লোরিডার টেলিভিশন চ্যানেল ফক্স ৩৫-কে ক্রিস্টিনা রায়ান জানান, মাত্র ৫ সেকেন্ডের জন্য অদ্ভুত ক্যামেরায় ধরা পড়েছে। ওই ভিডিওটি যিনি দেখেছেন, তিনিই বলেছেন, ওটা একটা ‘বাচ্চা ডাইনোসর’।
ক্রিস্টিনা বলেন, ভোররাত ৩টা ৪০ মিনিটে কোনো প্রাণীই ওভাবে ছুটবে না। তবে প্রাণীটা যে আসলে কী, তা এখনো পরিষ্কার নয়। অনেকেই বলছেন ওটা হয়তো কোনো কুকুর, শিয়াল বা অন্য কিছু হতে পারে। কিন্তু এই প্রাণীগুলোর কোনোটা ওভাবে পেছনের পায়ে ভর করে হাঁটবে না।
তিনি বলেন, কিছু মানুষ অবশ্য বলেছেন, ওটা হয়তো কোনো পাখি হবে। কিন্তু পাখির তো চার পা থাকে না।
এরপরই ক্রিস্টিনা বলেন, জুরাসিক পার্ক (হলিউড চলচ্চিত্র) অনেক বেশিবার দেখায় হয়তো আমার এমনটা মনে হয়েছে ওটা একটা ডাইনোসরের বাচ্চাই হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ