স্টান্ট রাইডিংয়ের ঝুঁকিপূর্ণ জগতে সুইডেনের ম্যাগনুস কার্লসনের নাম এখন এক অনন্য উচ্চতায়। পেশাদার স্টান্ট রাইডার হিসেবে তিনি সম্প্রতি এক অসাধারণ বিশ্বরেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন।
৫১ বছর বয়সী কার্লসন স্টান্ট রাইডিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এক চাকায় ভর করে ঘণ্টায় ২০২ কিলোমিটার (১২৫.৫২ মাইল) গতিতে মোটরসাইকেল চালিয়েছেন তিনি। এই কীর্তিটি তিনি গড়েন ২০২৩ সালের জুন মাসে সুইডেনের স্কভডা বিমানবন্দরে।
এর আগে, এক চাকায় সবচেয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর রেকর্ড ছিল ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা ২০২০ সালে গড়া হয়েছিল। কার্লসনের নতুন কীর্তি পুরোনো রেকর্ডটি পেছনে ফেলে ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে কার্লসন বলেন, সব ধরনের কসরতের মধ্যে এক চাকায় মোটরসাইকেল চালানো আমার প্রিয়। পেশাদার স্টান্ট রাইডার হিসেবে এই কসরত দিয়েই আমি সবচেয়ে বেশি সাড়া পেয়েছি।
১৯৯২ সালে প্রথমবার এক চাকায় মোটরসাইকেল চালানো শুরু করেন কার্লসন। তিনি জানান, ১৯৯৫ সালে স্কভডা বিমানবন্দরে আমি প্রথম রেকর্ড গড়ার চেষ্টা করেছিলাম। এক চাকায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে চালানো তখন থেকেই আমার লক্ষ্য ছিল।
বিশ্বরেকর্ড গড়ার কয়েক মাস পর, আরেকটি অসাধারণ কীর্তি গড়েন ম্যাগনুস কার্লসন। উল্টো দিকে ফিরে মোটরসাইকেল চালিয়ে ৩০৬ কিলোমিটার পথ অতিক্রম করে তিনি আরও একটি বিশ্বরেকর্ড স্থাপন করেন।
স্টান্ট রাইডিংয়ের ঝুঁকিপূর্ণ জগতে ম্যাগনুস কার্লসনের এই সাফল্য শুধু তাকে গৌরবান্বিত করেনি, বরং স্টান্ট রাইডিংকে নিয়ে মানুষের নতুন আগ্রহ সৃষ্টি করেছে। তার এই অর্জন স্টান্ট রাইডারদের জন্য একটি প্রেরণার উৎস।
বিডিপ্রতিদিন/কবিরুল