'বাংলা একাডেমি'র নামের বানান কোনটা সঠিক- এমন প্রশ্ন এখন সচেতন মহলে। এ সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে রয়েছে দুই ধরনের বানান। একাডেমির লোগোতে সংস্থাটির নামের বানান রয়েছে 'বাংলা একাডেমী'। লোগোর ঠিক নিচেই রয়েছে 'বাংলা একাডেমি'। এমনকি ওয়েবসাইটে দেওয়া নানা তথ্যের মধ্যেও দুই ধরনের নামের বানান রয়েছে।
-নিজস্ব প্রতিবেদক