নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মোর্তুজা পাপ্পার এপিএস কামরুজ্জামান হিরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোররাতে ঢাকার পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার মাদরাসা গলি এলাকার আবুল কাশেমের ছেলে কামরুজ্জামান হীরা। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান। তিনি বলেন, রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রহত্যাসহ চারটি মামলায় পলাতক আসামি কামরুজ্জামান হীরা।
আরও মামলা থাকতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর রাতে ঢাকার ডিবি পুলিশের সহযোগিতায় পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে কামরুজ্জামান হীরাকে রূপগঞ্জ থানাহাজতে রাখা হয়েছে। আজ রিমান্ড চেয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।