ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে। একই সঙ্গে উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে আর্থিক ক্ষমতাসহ অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। অধ্যক্ষকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়েছে।
ছয় দাবিতে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের দিনভর আন্দোলনের পর গতরাতে এমন সিদ্ধান্ত জানাল শিক্ষা মন্ত্রণালয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।