রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকালে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুমেল (২৫) তালাইমারীর রেজাউল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, রুমেলকে আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বুধবার রাতে তালাইমারীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ছেলে বোয়ালিয়া থানায় সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও চার-পাঁচ জনকে আসামি করে মামলা করেন।