ক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে সালাউদ্দিন বাবু নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল স্থানীয় সময় রাত ৯ টায় এ ঘটনা ঘটে। নিহত বাবু চাঁদপুর জেলার মোস্তফা চৌধুরীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়; সালাউদ্দিন বাবু নামের ওই ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে অস্ত্রধারী কিছু যুবক তাকে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ০১ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন